পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের চাপ বেড়েছে

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার সামনে দক্ষিণবঙ্গগামী যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার সারাদিন টোল প্লাজা বেশ ফাঁকা ছিল। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ দেখা যায়। বিশেষ করে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের আধিক্য দেখা গেছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন অবশ্য দাবি করেছেন, সেতুতে যানবাহনের তেমন কোনও চাপ নেই। যান চলাচল স্বাভাবিক আছে। টোল প্লাজাতেও তেমন কোন চাপ নেই। তাছাড়া, ঢাকা থেকে দক্ষিণবঙ্গের যানগুলো পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের টোল দিতে হয়। সেখানের টোল প্লাজায় যানগুলো থামার কারণে এখন পদ্মা সেতুর টোল প্লাজায় ভিড় কম পড়বে।

ট্রাফিক পুলিশের ওসি টিআই বজলুল হক জানান, সারাদিনের তুলনায় রাত যত বাড়ছে যানবাহন ততই বাড়ছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর উত্তর প্রান্তে টোল প্লাজায়। সুন্দরভাবে টোল দিয়ে পারাপার হচ্ছে যানবাহনগুলো। এখন পর্যন্ত কোথাও কোনও যানজট নেই। নির্বিঘ্নে যেন যানবাহন পারাপার হতে পারে সেজন্য ট্রাফিক পুলিশের সদস্যরা বিভিন্ন পয়েন্টে কাজ করে যাচ্ছেন।