বাসের বক্সে মরলো ১৮ ছাগল

কোরবানির হাটে বিক্রির জন্য পাবনা থেকে যাত্রীবাহী বাসের বক্সে করে নিয়ে আসার সময় ১৮টি ছাগল মারা গেছে। পরে বাইপাল এলাকার একটি মার্কেটের সামনে মৃত ছাগলগুলোকে ফেলে দিয়ে যাওয়া হয়। 

স্থানীয়রা বলেন, পাবনা থেকে বাসের বক্সে করে ঢাকার হাটে বিক্রির জন্য ২০টি ছাগল নিয়ে এসেছিলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে সড়কে প্রচণ্ড যানজট ছিল। এছাড়া প্রচণ্ড গরমে বাসের বক্সের ভেতরে থাকা ১৮টি ছাগল মারা যায়। পরে বাইপাইল এলাকায় পৌঁছালে বাসের বক্সে ছাগলগুলোকে মৃত অবস্থায় দেখা যায়। এ সময় ছাগলগুলোর মালিক বাইপাইল এলাকায় সড়কের পাশেই কান্নায় ভেঙে পড়েন। পরে দুটি জীবিত ছাগল বাসের ভেতরে উঠিয়ে চলে যান তিনি।

সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক ব্যক্তি পাবনা থেকে বাসের বক্সে করে ছাগল নিয়ে আসছিলো। প্রচণ্ড গরমে ছাগলগুলো মারা গেলে সড়কের পাশে ফেলে রেখে যায়। পরে মৃত ছাগলগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানান তিনি ।