দৌলতদিয়ার ১৪০০ নারী পেলেন কোরবানির মাংস

বাংলাদেশের সর্ববৃহৎ যৌনপল্লি রাজবাড়ীর দৌলতদিয়ার পূর্বপাড়ার ১৪০০ অসহায় নারীর মধ্যে ‘উত্তরণ ফাউন্ডেশন’র উদ্যোগে ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের ব্যবস্থাপনায় কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। রবিবার (১০ জুলাই) দুপুর ৩টায় দৌলতদিয়া রেল স্টেশন চত্বরে দৌলতদিয়া পূর্ব পাড়ার অসহায় ১৪০০ নারীর মধ্যে এক কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়।
 
মাংস বিতরণের সময় রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন, মাঈনউদ্দিন চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. সেলিম মুন্সী, দৌলতদিয়া অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ঈদের দিনে কোরবানির মাংস পেয়ে খুশি হয়েছেন এসব নারী। তারা জানান, আমরা পূর্ব পাড়ায় বাসিন্দারা কখনও কোরবানির মাংস খেতে পারতাম না। ডিআইজি হাবিবুর রহমান স্যারের বদৌলতে গত কয়েক বছর ধরে আমরা কোরবানির মাংস পাচ্ছি। তারা আরও বলেন, করোনা ও বন্যার ভয়াবহতার মধ্যে যখন এখানকার বাসিন্দারা অসহায়, তখন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান স্যার আমাদের মধ্যে খাদ্য দিয়েছেন। 
 
মাংস বিতরণ প্রসঙ্গে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান স্যার দৌলতদিয়া যৌনপল্লিতে বসবাসরত ১৪০০ নারীর হাতে এক কেজি করে কোরবানির মাংস তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন।