পূবাইলে ঝুট গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর মহানগরীর পূবাইল (মাঝুখান) এলাকার একটি ঝুট গুদামে আগুন লাগার দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৩ জুলাই) সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। 

গাজীপুর ফায়াার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ জানান, ভোর ৬টায় আগুন লাগার পর প্রথমে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পর আগুন অন্যান্য গুদামে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর টঙ্গী থেকে তিনটি, রাজধানীর উত্তরা থেকে একটি এবং গাজীপুর সদর থেকে একটি ইউনিটসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।