মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২

মাদারীপুরের রাজৈর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।

বুধবার (১৩ জুলাই) সকাল ৭টায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তার এলাকায় পৌর ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নওগাঁর পোরশা উপজেলার গাংগারিয়া গ্রামের রইজ ইসলামের ছেলে পিকআপচালক মো. সাদ্দাম (২২) এবং একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে আম ব্যবসায়ী খাইরুল ইসলাম (৪৫)। আহত হয়েছেন একই এলাকার বাসিন্দা পিকআপের হেলপার মাহাতাব আলী (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি আমবোঝাই পিকআপ মাদারীপুরের দিকে যাচ্ছিল। রাজৈরের নতুন পৌরসভা ভবনের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা সোনার বাংলা নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সাদ্দাম মারা যান। এ সময় গুরুতর আহত হন খাইরুল ও মাহাতাব। স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, লাশ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর বাস নিয়ে পালিয়ে গেছে চালক।  এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।