৩৭ কোটি টাকার মদ জব্দ: তিন জন রিমান্ডে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই কনটেইনারভর্তি ৩৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দের ঘটনায় গ্রেফতার তিন জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- আব্দুল আহাদ (২২), সাইফুল ইসলাম (৩৪) ও মো. নাজমুল মোল্লা (২৩)। এর মধ্যে আব্দুল আহাদের দুদিন ও বাকি দুজনের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, র‌্যাবের করা মামলায় ১১ জনকে আসামি করা হয়। এর মধ্যে গ্রেফতার তিন আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত দুই আসামিকে তিন দিনের ও এক আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনারগাঁ থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, কনটেইনারভর্তি মদ উদ্ধারের ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা করা হয়। এর মধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তিন আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। তাদের মধ্যে আব্দুল আহাদের দুদিনের ও বাকি দুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে, শুক্রবার রাতে বিদেশি মদের দুটি কনটেইনার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা করার তথ্য আসে র‌্যাবের কাছে। এই তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র‌্যাব-১১। ভোরে দুটি কনটেইনারভর্তি মদ উদ্ধার করে। এ সময় সাইফুল ইসলাম ও মো. নাজমুল মোল্লাকে আটক করে র‌্যাব। পরে কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে কনটেইনার দুটি খোলা হয়। ৩৭ হাজার বোতল বিদেশি মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩৭ কোটি টাকা। পরে ২৪ জুলাই বিমানবন্দর এলাকা থেকে ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের মেজো ছেলে আব্দুল আহাদকে গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় রবিবার (২৪ জুলাই) রাতে র‌্যাব-১১ এর উপপরিচালক মো. শাহাদাত হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।

গ্রেফতার তিন জন হলেন- মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ষোলঘরের ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের ছেলে আব্দুল আহাদ (২২) ও তার দুই সহযোগী ওই জেলার লৌহজংয়ের নাগেরহাটের মৃত শেখ জয়নুল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম (৩৪) ও শ্রীনগরের ষোলঘর ভূইচিত্র এলাকায় মো. আক্কাস মোল্লার ছেলে মো. নাজমুল মোল্লা(২৩)। এই তিনজন সহ আরও আট জনকে আসামি করে মামলা করা হয়েছে। তারা হলেন- মো. আজিজুল ইসলাম (৫৭), মিজানুর রহমান আশিক (২৪), জাফর আহমেদ (৩৫), শামীম (৩২), রায়হান (৩৫), দুবাই প্রবাসী (অজ্ঞাত), দিপু (২৮) এবং বাদশা (৩২)।