নেই রুট পারমিট, তাকওয়া পরিবহনের ৭ চালকের কারাদণ্ড 

গাজীপুর শহরে নির্ধারিত রুট পারমিট না থাকার অপরাধে তাকওয়া পরিবহনের (মিনিবাস) সাত চালককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার ওই দণ্ড দেন। এ সময় তার সঙ্গে ছিলেন গাজীপুর বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নূরুল হোসেন।

সোমবার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠের পাশের সড়কে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব দণ্ড দেওয়া হয়। গাজীপুর বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নূরুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গাজীপুর শহরে ভাওয়াল রাজবাড়ি সড়কে চলাচলকারী তাকওয়া পরিবহনের (মিনিবাস) রুট পারমিট ছিল না। তাদের এ বিষয়ে সতর্ক করা হলেও তারা নিয়ম মানছিল না। নির্দেশ ও নিয়ম অমান্য করায় শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠের পাশের সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তাকওয়া পরিবহনের চালক জাকের হোসেন (২৭), আব্দুল মালেক (৩৫), আক্কাছ আলী (৪৫), ফরিদুল ইসলাম (২৪), মুছা আলী (৪৩) ও আবুল হোসেনের (৪০) প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারদণ্ড এবং বয়স বিবেচনায় আবুল কালামকে (৫৫) এক হাজার টাকা জরিমানাসহ ছয় দিনের কারাদণ্ড দেওয়া হয়।