‘যারা বলে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, তারা আন্দোলনের নামে মানুষ মারে’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতির কথা উল্লেখ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘কঠিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন সবকিছু নিয়ে মোকাবিলা করতে। এর মধ্যে অনেকেই খুশি হয়ে বলছেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। এরাই বোধ হয় আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারে।’

বুধবার (২৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া টাউন হলে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভার আগে তিনি ফিতা কেটে বৃক্ষরোপণ মেলার উদ্বোধন করেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘এরা আবার রাজনীতি করেন। বাংলাদেশ যদি শ্রীলঙ্কা হয়, মানুষ হিসেবে তো খুশি হওয়ার কথা না, কষ্ট পাওয়ার কথা। কিন্তু এরা খুশি হয়।’

তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আজকে ইউরোপে গ্যাসের সমস্যা হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আজকে ডলারের রেট বেড়ে গিয়ে ১১২ টাকা হয়েছে। বাংলাদেশ তো উন্নয়নশীল দেশ, যেখানে উন্নত দেশগুলোর কাহিল অবস্থা। এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী সব কিছু সামাল দিচ্ছেন। নানা পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছেন।’

খাদ্য সংকট হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাল উৎপাদন করি, এ কারণে হয়তো আমাদের খাদ্যের সংকট হবে না। গম ও ভুট্টা পৃথিবীর কোথাও পাওয়া যাচ্ছে না। ধনী দেশগুলো আগে থেকে তাদের রিজার্ভে নিয়ে নিচ্ছে। গম-ভুট্টা দিয়ে আমাদের গো-খাদ্য, ডেইরি, পোলট্রি চলে। গম-ভুট্টা যদি না আসে কিংবা মূল্য যদি বেড়ে যায় তাহলে গরুর দুধ, ডিম, মাছ ও মাংসের দাম বেড়ে যাবে। সুতরাং আমাদের সম্পদের যথাযথ ব্যবহার করা উচিত। আমাদের কোনও কিছু অপচয় করা উচিত না।’

বৈশ্বিক সংকট মোকাবিলায় যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, ‘এটা একটা বৈশ্বিক সমস্যা। এই সময়টা ওভারকাম করার মেইন সোলজার (সৈনিক) হবে ইয়াং জেনারেশন (তরুণ প্রজন্ম)। যেই যুবকরা এক সময় বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করেছিল। তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্রভাষা আন্দোলন করেছে। তাদেরকে করতে হবে। আমরা দিকনির্দেশনা দিতে পারি। তারা এখন যোদ্ধা। এই যোদ্ধা মানে দেশকে গড়ে তোলা। দেশের সাড়ে চার কোটি ইয়াং জেনারেশন যদি একটা করে ভালো কাজ করে এই দেশকে কেউ আটকে রাখতে পারবে না।’