আ.লীগ নেতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

টাঙ্গাইলের বাসাইল পৌর যুবলীগের সভাপতি রাহাত আলম শাওনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩১ জুলাই) সকালে মারামারির মামলায় বাসাইল পৌর এলাকার শহিদ ক্যাডেট স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। যুবলীগের এই নেতা পৌর এলাকার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৫ জুলাই (সোমবার) বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে বাসাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য তোফায়েল হোসেন বেনু, উপ-দফতর সম্পাদক ফরিদ মিয়া, উপজেলা যুবলীগ নেতা প্রিন্স মাহমুদ বাড়ি ফিরছিলেন। এ সময় তারা উপজেলার নথখোলা ব্রিজ এলাকায় পৌঁছালে শত্রুতার জেরে রাহাত আলম শাওন ও তার লোকজন ওই ব্রিজের ওপর গাছ ফেলে তাদের গতিরোধ করে। এ সময় শাওনসহ কয়েকজন মিলে এলোপাতাড়িভাবে তাদেরকে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২৮ জুলাই (বৃহস্পতিবার) রাতে তোফায়েল হোসেন বেনু বাদী হয়ে শাওনসহ সাত জনের নাম উল্লেখ করে আরও ৩-৪ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।

বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘মামলার প্রধান আসামি শাওনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে জন্য অভিযান চলছে।’

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ বলেন, ‘পুলিশ শাওনকে গ্রেফতার করে আদালতে হাজির করে। এ সময় টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল বাসাইল আমলি আদালতের বিচারক মিনু খাতুন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’