এবার লড়াই চলবে রাজপথে: শামা ওবায়েদ

রাজবাড়ীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। রবিবার (৩১ জুলাই) বিকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল দেশের মানুষকে ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে। সেই চাল এখন প্রতি কেজি ৭০ টাকা। এছাড়া সারা দেশে চলছে এখন লোডশেডিং। বাংলাদেশে মুক্তিযুদ্ধের ধারক ও বাহক হিসেবে মানুষের কাছে বিএনপি পরিচিত। সেই সংগঠনকে সরকার দমন করতে চায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রাখা হয়েছে। এসবের বিরুদ্ধে এবার আমাদের লড়াই চলবে রাজপথে। 

বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম। সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম। 

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রোমান প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।