মিতব্যয়ী হতে হবে, আমরা তো আর ইউরোপ না: তৌফিক-ই-ইলাহী

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, ‘আমাদের বিরাট গ্যাস সংকট চলতেছে। এটা কিন্তু আমাদের তৈরি না। ইউক্রেন যুদ্ধ না লাগলে, আকাশচুম্বী দাম না হতো- এই নিয়ে আপনারা কেউ টেরও পেতেন না। দাম কয়েকগুণ বেড়ে গেছে। এতে আমাদের কোনও হাত নেই, ইউরোপিয়ানদের হাত আছে। আকাশচুম্বী দাম যতদিন থাকবে, আমাদের সামনে ততদিন বিরাট চ্যালেঞ্জ থাকবে। বিদ্যুৎ উৎপাদন এবং গ্যাস সরবরাহ করার ক্ষমতা আমাদের আছে। এখন সমস্যা হচ্ছে, আকাশচুম্বী দাম। আমাদের আয়ের মধ্যে থাকতে হবে, আমরা তো আর ইউরোপ না। আমরা ছোট দেশ, সবাই মিলে মিতব্যয়ী হলে এ সমস্যা থেকে উত্তরণ হতে পারবো।’

মঙ্গলবার (২ আগস্ট) নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় স্থাপিত সিসি ক্যামেরায় মনিটরিং কার্যক্রমের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ বলেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

গ্যাস সংকটের কথা উল্লেখ করে তৌফিক-ই-এলাহী বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বাংলাদেশ খেসারত দিচ্ছে। বাংলাদেশে বিদ্যুৎ বা গ্যাসের কোনও অভাব হতো না। ইউক্রেন যুদ্ধের ফলে আমরা খেসারত দিচ্ছি। এ কারণে আমদানি কমাতে সীমিত আকারে গ্যাস-বিদ্যুৎ ব্যবহারের ওপরে জোর দিচ্ছি।’

সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাড়তি দাম কতদিন থাকবে বলতে পারি না। যারা যুদ্ধ চালাচ্ছে, তারাই বলতে পারবে। এ যুদ্ধ অস্ত্র বিক্রি নাকি তেলের দাম বাড়াতে চলছে, জানি না। এতে লাভবান হচ্ছে, যারা তেল রফতানি করে তারা। এখানে আমাদের কোনও হাত নেই।’

সভায় আরও উপস্থিত ছিলেন- পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ প্রমুখ।