আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। তবে আগুন লাগার আধা ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (৩ আগস্ট) বিকালের দিকে নরসিংহপুর এলাকার সেতার গ্রুপের একটি কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকালে ছয় তলা ভবনের নিচতলা থেকে ধোঁয়া বের হতে দেখে কারখানা কর্তৃপক্ষ। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয় উৎস থেকে পানি সংগ্রহ আগুন নেভানোর চেষ্টা করেন তারা। খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেডের পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরে তিনটি দ্রুত গিয়ে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। রওনা দেওয়া ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট রাস্তা থেকে স্টেশনে ফেরত চলে আসে।

বিষয়টি নিশ্চিত করে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জহিরুল হক জহির বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে তাদের পাঁচটি ইউনিট রওনা দেয়। তবে তিনটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।