চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. দুলাল (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ আগস্ট) সকালে চাঁনমারী এলাকায় এ ঘটনা ঘটে।

দুলাল শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুদনই এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।

স্থানীয়রা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে ইসদাইর স্কুলের দিকে যাওয়ার সময় দুলালকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির জানান, ভোরে কোনও এক সময়ে এ ঘটনা ঘটেছে। দুলালের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে তার অটোরিকশা পাওয়া যায়নি। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে আছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় তদন্ত চলছে।