জন্মদিনে স্কুলছাত্রকে গাছে বেঁধে মাথায় ৫০টি ডিম ভাঙলো বন্ধুরা

ফরিদপুরের বোয়ালমারীতে এক স্কুলছাত্রকে পিলারের সঙ্গে রশিতে বেঁধে পচা ডিম, আটা-ময়দা ও নানা ধরনের নোংরা ময়লা-আবর্জনা মাথায় সহ সারা শরীরে মেখে জন্মদিন পালন করেছে তার বন্ধুরা। খবর পেয়ে পুলিশ ওই স্কুলছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। শনিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার জর্জ একাডেমি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বোয়ালমারী অডিটোরিয়ামের সামনে একটি পুরাতন ভবনের পিলারের সঙ্গে দুই হাত ও কোমরে রশি বেঁধে বেশ কয়েকজন বন্ধু ৫০টি ডিম তার (যার জন্মদিন) মাথায় ভেঙে জন্মদিন উদযাপন করে। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সহযোগী ছয় বন্ধুকে থানায় নিয়ে আসে।

স্থানীয় এক বাসিন্দা জানান, বখে যাওয়া যুবকদের এই ন্যক্কারজনক কর্মকাণ্ডে গত বছর একজন নিজ জন্মদিনে চোখ হারিয়েছিল। এগুলো মূলত পারিবারিক ও সামাজিক শিক্ষার অভাবের বহিঃপ্রকাশ। ওই ছেলেটি জর্জ একাডেমির ছাত্র। ডিম, আটা, পচা কাদাসহ বিভিন্ন কিছু দিয়ে তাকে ভূত বানিয়ে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বোয়ালমারী থানার এসআই মামুন ইসলাম বলেন, ওই এলাকায় ডিউটিতে থাকা অবস্থায় এ ঘটনা জানতে পেরে ওই ছাত্র ও তার ছয় জন বন্ধুকে থানায় আনা হয়। পরে তাদের অভিভাবকদের ডেকে এনে এ ধরনের কাজ আর করবে না মর্মে ছেড়ে দেওয়া হয়।

জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, এ ধরনের ঘটনা আসলে দুঃখজনক। একজন ছাত্র যদি স্কুলে না এসে বাইরে কোনও অঘটন ঘটায় তাহলে আমরা কী করতে পারি।

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব এর সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের ধরে এনে অভিভাবকদের ডেকে শাসিয়ে দেওয়া হয়েছে। পরে আর এ ধরনের কাজ করবে না বলে অঙ্গীকার করে তারা।