কিশোরীকে মারধর করে বিয়ে দেওয়ায় মেম্বারের বিরুদ্ধে মামলা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিমুলিয়া এলাকায় এক কিশোরীকে (১৪) মারধর করে বিয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার (১৪ আগস্ট) বিকালে কিশোরীর মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলাটি করেন।

মামলার একমাত্র আসামি জাহাঙ্গীর আলম কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। কিশোরীকে মারধরের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই কিশোরী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

মামলার এজাহারের বিবরণ দিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ২৬ মে ওই কিশোরীর বাড়িতে তার এক আত্মীয় (যুবক) বেড়াতে আসে। বিষয়টিকে জড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে কিশোরীকে মারধর করেন ইউপি সদস্য। পরে কিশোরীকে ওই যুবকের সঙ্গে বিয়ে দিতে বাধ্য করেন। ঘটনার সময় বাড়িতে কিশোরীর দাদা ছিলেন। দাদার উপস্থিতিতে কিশোরীকে নির্যাতন করে ওই যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। একপর্যায়ে তাদের ঘর থেকে ১০ হাজার টাকা নিয়ে যান ইউপি সদস্য।

ওসি বলেন, ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি করলে কিশোরীর পরিবারকে সামাজিকভাবে হেয় ও হত্যা করার হুমকি দেন ইউপি সদস্য। ঘটনার পর ওই যুবক বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।