কিছুদিন কষ্ট করতে হবে, সুদিন ফিরে আসবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্ব মন্দা পরিস্থিতিতে দেশের মানুষকে কৃচ্ছতা সাধনের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, বর্তমানে দেশে যে সমস্যা চলছে তা বৈশ্বিক সমস্যার অংশ। এ জন্য আমাদের কৃচ্ছতাসাধন করতে হবে। কিছুদিন কষ্ট করতে হবে। এরপর সুদিন ফিরে আসবে।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, ঋণের টাকার চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব শক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে স্বাধীনতা এনে দিয়েছেন তার সুফল আমরা পাবো না, যদি দেশের যুব শক্তিকে কাজে লাগাতে না পারি। তাই আমাদের যুব সমাজকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা নিজেরাই নিজেদের ‘বস’ হতে পারে। চাকরি না খুঁজে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে তাদের আত্মনির্ভরশীল হতে হবে।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট পৃথিবীর নৃশংসতম ও ঘৃণ্য হত্যাকাণ্ড সংঘটিত হয়। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকাণ্ডের ঘটনায় আমাদের স্বাধীনতা প্রায় হারিয়ে যেতে বসেছিল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসায় দেশ আবার সঠিক পথে ফিরে এসেছে। 

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ইলতুৎমিশ, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডা. নন্দিতা মালাকার, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্যাহ মন্ডল ও যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক হারুন-অর-রশিদ প্রমুখ।