টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

গাজীপুরের টঙ্গী থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে র‍্যাব-১ এর সদস্যরা। 

শুক্রবার (১৯ আগস্ট) ভোরে টঙ্গী পূর্ব থানার কেরানীরটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২০ আগস্ট) সকাল ৯টায় র‍্যাব-১এর সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

আটককৃতরা হলো-রনি খাঁ (৩৫),  কবির হোসেন (৩০), আকাশ মিয়া (২০), সুমন মিয়া (৪০) ও জুয়েল মোস্তফা (২৫)। আটককালে তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত চারটি ছুরি, দুটি রামদা, একটি তলোয়ার, একটি কুড়াল ও একটি ধার দেওয়ার শান পাথরসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমেদ জানান, গোপন সংবাদে র‍্যাব সদস্যরা জানতে পারেন, টঙ্গী পূর্ব থানার কেরানীরটেক এলাকায় কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর উত্তরা থেকে র‍্যাব  সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করে।

জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে টঙ্গীসহ আশপাশের এলাকার বাসা-বাড়ি, সাধারণ পথচারী, বাসযাত্রী ও মোটরসাইকেল আরোহীদের মারধর ও অস্ত্র দেখিয়ে লুটপাট করে আসছিল। তারা আরও জানায়, অপরিচিত কাউকে এলাকায় নতুন চোখে পড়লে তারা গতিবিধি লক্ষ্য করে কৌশলে ছিনতাই করতো। ছিনতাইয়ে বাধা দিলে তাদের সঙ্গে থাকা অস্ত্র দিয়ে আহত করে মালামাল লুট করে নিয়ে যেতো।