আব্দুল হক সরকারি কলেজ পরিদর্শনে রাষ্ট্রপতি

চার দিনের সরকারি সফরে কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে মিঠামইনে পৌঁছান তিনি। এ সময় রাষ্ট্রপতিকে স্বাগত জানান কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিকসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা। 

মিঠামইন পৌঁছার পর মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি। এ সময় কলেজের একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তিনি। রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং রাষ্ট্রপতির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কলেজ পরিদর্শন শেষে সন্ধ্যায় মিঠামইন উপজেলায় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা শুরু হয়। এখন সভা শেষ হয়নি।

জানা গেছে, সফরকালে রাষ্ট্রপতি মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলককাজ পরিদর্শন করবেন। মঙ্গলবার অষ্টগ্রাম উপজেলা সফরের কথা রয়েছে রাষ্ট্রপতির।