আশুলিয়ায় আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার

সাভারের আশুলিয়া থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য নাছির উদ্দিনকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব। তিনি ঝিনাইদহের মহেষপুর উপজেলার শ্যামকুর গ্রামের ইউনুস আলীর ছেলে। মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১১টায় আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার দুপুরে নাছির উদ্দিনকে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকায় রুবেল মাতবরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় হাজী দেলোয়ার হোসেন মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।

র‌্যাব-৩ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) পুলিশ পরিদর্শক আবুল হোসেন মিয়া মামলার এজাহারের বরাত দিয়ে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, আশুলিয়ার ভাদাইল এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কয়েকজন সদস্য অবস্থান করে গোপন বৈঠক করছেন। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে নাছির উদ্দিনকে গ্রেফতার করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যান। তার কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

আশুলিয়া থানার এসআই নোমান সিকদার জানান, আনসার আল ইসলামের সদস্য নাছির উদ্দিনকে র‌্যাব পুলিশের কাছে হস্তান্তর করেছে। দুপুরের পরে ওই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।