‘সুযোগ পেলে দেশকে আফগানিস্তান বানিয়ে ফেলতো বিএনপি-জামায়াত’

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘২১ আগস্ট শেখ হাসিনার যদি কিছু হয়ে যেতো তাহলে বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলতো বিএনপি-জামায়াত। ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলেই এ কাজটি করে ফেলতো তারা। মেয়েদের লেখাপড়া করতে দিতো না। ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আমাদের সবার দায়িত্ব যার যার জায়গা থেকে ষড়যন্ত্র মোকাবিলা করা। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন—ইনশাআল্লাহ। বাংলাদেশে এখনও আমাদের অনেক কিছু করার বাকি আছে।’

শনিবার (২৭ আগস্ট) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর মাহফুজা নিশাত বালিকা উচ্চ বিদ্যালয়ে সালেহ কল্যাণ ট্রাস্টের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ছাত্রীদের উদ্দেশে চিফ হুইপ বলেন, ‘শেখ হাসিনা নারীদের জন্য আশীর্বাদ। নারীদের জন্য শেখ হাসিনা চাকরিসহ সব জায়গায় সুযোগ করে দিয়েছেন। শেখ হাসিনার জন্ম না হলে আমরা উন্নত বাংলাদেশ পেতাম না। মাদারীপুরের জেলা প্রশাসক নারী, আমাদের স্পিকার, সংসদ উপনেতা, সংসদ সদস্য ও অনেক মন্ত্রী নারী। কাজেই ছাত্রীদের এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালেহ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।