মারধরে লুটিয়ে পড়া বাবার গলা টিপে ধরেন ছেলে, ঘটনাস্থলেই মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক কলহের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে লিটন মিয়ার বিরুদ্ধে। বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধূকে আটক করেছে পুলিশ। নিহতের নাম আনোয়ার হোসেন (৫৫)। তিনি উপজেলার আগধল্যা এলাকার বাসিন্দা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার বাসিন্দা আউশি বেগম ও তার পুত্রবধূ রাশেদা বেগমের সঙ্গে প্রথমে পাটশোলা নিয়ে বাগবিতণ্ডা হয়। পরে আউশি বেগমের স্বামী আনোয়ার হোসেন বাড়িতে এসে পুত্রবধূর সঙ্গে বিরোধ মীমাংসার চেষ্টা করেন। একপর্যায়ে শ্বশুর ও পুত্রবধূর মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে রাশেদা বেগমের স্বামী লিটন বাড়িতে এসে বাবা আনোয়ারকে বৈঠা দিয়ে পেটাতে থাকেন। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে লিটন তাকে গলা চেপে ধরে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধূ রাশেদা বেগমকে আটক করা হয়েছে। অভিযুক্ত লিটন পলাতক। মামলার প্রস্তুতি চলছে।’