পদ্মার ভাঙনে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মা নদীর পানি বাড়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে ঘাট এলাকার ৫০ মিটার এলাকা। মাটি ধসে ৫ নম্বর ফেরিঘাট দিয়ে যানবাহন ওঠানামা বন্ধ রয়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে আরও দুটি ঘাট।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পদ্মার তীব্র স্রোত সৃষ্টি হয়। এতে ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়েছে। ফেরিঘাটের পন্টুনের নিচ থেকে বড় বড় মাটির চাপ ধসে পড়েছে নদীতে। ভাঙনের কবল থেকে ফেরিঘাট রক্ষার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) র‍্যাকার এসে ফেরিঘাটের পন্টুন সরিয়ে নিয়েছে। ভাঙন আতঙ্কে ফেরিঘাট এলাকার ব্যবসায়ীরা দোকান থেকে জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। 

নদীগর্ভে বিলীন হয়ে গেছে ঘাট এলাকার ৫০ মিটার এলাকা

ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘হঠাৎ করেই ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়। ভাঙন পাড়েই আমার দোকান। গত কয়েক বছর ধরে শুনে আসছি ফেরিঘাট এলাকায় কাজ শুরু হবে। আজ শুরু হয়, কাল শুরু হয় বলে দুই বছর পেরিয়ে গেছে। এ বছরই প্রথম ভাঙন দেখা হয়েছে। পদ্মায় স্রোতে ফেরিঘাট ঠেকানো কষ্ট হয়ে যাবে।’

ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষসহ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্যরা।

বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ‘ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়েছে। আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি। বুধবার সকাল থেকে বালুভর্তি বস্তা ফেলা হচ্ছে।'