আন্দোলন দমনে বিএনপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে না: আইনমন্ত্রী

বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আন্দোলন দমনের নামে বিএনপির কোনও নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে না। তবে কেউ জ্বালাও-পোড়াও এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সরকার তাদের কঠোরভাবে দমন করবে। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের সাব-রেজিস্ট্রার অফিসের ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আইনমন্ত্রী আরও বলেন, যারা প্রকৃত অপরাধী, যাদের নামে আগেই মামলা ছিল, তাদের গ্রেফতার করে সরকার আইনের আওতায় আনার চেষ্টা করছে। বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে সরকার বাধা দেবে না। তবে কেউ জ্বালাও-পোড়াও করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। বর্তমানে মিথ্যা মামলায় কাউকে গ্রেফতার করা হচ্ছে না।

সাব-রেজিস্ট্রার অফিসের দুর্নীতির প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, প্রতিটি সাব-রেজিস্ট্রার অফিসেই একটি করে অভিযোগ বক্স বসানো হবে। সেবা নিতে আসা লোকজন যে কোনও বিষয়ে অভিযোগ করতে পারবেন। অভিযোগের বিষয়ে কর্মকর্তারাই তদারকি করবেন।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদসহ সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।