নারায়ণগঞ্জে বিএনপির কমিটি থেকে ২ নেতার পদত্যাগের ঘোষণা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদ্যঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক পদ থেকে দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) কমিটি অনুমোদনের পর এই ঘোষণা দেন তারা।

তারা হলেন—বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা।

দলীয় সূত্রে জানা গেছে, কমিটি ঘোষণার পর আবুল কাউসার আশা ফেসবুকে এক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন। রাতে একইভাবে আতাউর রহমান মুকুল পদত্যাগের ঘোষণা দেন। 

এ বিষয়ে আতাউর রহমান মুকুল বলেন, ‘অনেক যোগ্যদের কমিটিতে রাখা হয়নি। এছাড়া যোগ্যদের অনেক নিচের সারিতে রাখা হয়েছে। এ কারণে কমিটি থেকে পদত্যাগ করছি। পদত্যাগের সবকিছু প্রস্তুত আছে, আমার অসুস্থতার কারণে এসব জমা দিতে একটু বিলম্ব হচ্ছে। আরও অনেকে পদত্যাগ করবেন।’

আবুল কাউসার আশা বলেন, ‘দলের সক্রিয় নেতা-কর্মীদের যোগ্য স্থানে রাখা হয়নি। কমিটিতে রাখতে ইচ্ছে না হলে রাখবে না, কিন্তু সদস্য বা নিচের সারির পদে রাখার কোনও মানে হয় না। আবার নিষ্ক্রিয়দের কমিটিতে ঠাঁই দেওয়া হয়েছে। এ কারণে পদত্যাগ করছি। আজ বিকালের মধ্যে পদত্যাগের কাগজ জমা দেওয়া হবে। কেন্দ্রীয় বিএনপির মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দেবো।’

এর আগে, মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব হিসেবে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে দায়িত্ব দেওয়া হয়েছে।