মুন্সীগঞ্জে বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩০ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলামও রয়েছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ তাদেরকে মিছিল করতে মানা করলে অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় ৩০ পুলিশ সদস্য আহত হয়েছেন। কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, বিএনপির নেতাকর্মীরা দাবি করছেন তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। যাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।