যাত্রীবাহী যানবাহন নিয়ে পদ্মায় আটকে আছে ফেরি

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ডুবোচরে আটকা পড়েছে খানজাহান আলী নামের এটি রোরো ফেরি। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে পাটুরিয়া ঘাট থেকে যানবাহন বোঝাই করে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে রওনা দিয়ে পদ্মা নদীতে সৃষ্ট ডুবোচরে আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় নদীর মাঝে ডুবোচরের সৃষ্টি হয়েছে। ফেরিটি পাটুরিয়া ঘাট থেকে বিকাল ৪টার দিকে ৪টি পণ্যবাহী ট্রাক, ছয়টি যাত্রীবাহী বাস ও ১৩টি ছোট গাড়ি (মাঝারি ট্রাক ও মাইক্রোবাস) নিয়ে বিকাল পৌনে ৫টার দিকে মাঝ নদীতে আটকে পড়ে। ফেরিটি উদ্ধারের জন্য উদ্ধারকারী দুটি জাহাজ ঘটনাস্থলে চেষ্টা চালাচ্ছে। এখনও উদ্ধার সম্ভব হয়নি। ঘটনাস্থলে বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আশা করছি, দ্রুত উদ্ধার করা হবে।

ফেরিতে আটকে পড়া ঢাকা থেকে আসা যশোরগামী যাত্রী মাহফুজ মোবাইল ফোনে বলেন, রাত ৯টা বাজে, ফেরির মধ্যে আটকে আছি। চার ঘণ্টা হয়ে গেছে, এখন ফেরিটি একই স্থানে রয়েছে। জানি না কখন উদ্ধার হবে।