পুলিশ হেফাজতে লেবু মিয়ার মৃত্যু, কনস্টেবল প্রত্যাহার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল পুলিশ ফাঁড়িতে লেবু মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পাহারায় থাকা কনস্টেবল সুব্রত সরকারকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

রাত ৯টার দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেনকে প্রধান করে সখিপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম রাকিবুর রাজা ও পরিদর্শক (অপরাধ) সুব্রত কুমার সাহাকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এ ছাড়াও আসামির পাহারাদার দায়িত্বে থাকা কনস্টেবল সুব্রত সরকারকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হাজতখানায় রশি পাওয়ার বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। কারও দায়িত্বে অবহেলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে সখিনা বেগম (৪৩) নামের এক নারীর লাশ তার ঘর থেকে উদ্ধার করে পুলিশ। এরপর থেকে ওই নারীর পরিবার শ্বাসরোধ করে হত্যার অভিযোগ তোলেন। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সখিনার সাবেক স্বামী মফিজুর রহমান ও একই এলাকার লেবু মিয়াকে দুপুরে উপজেলার বাঁশতৈল ফাঁড়ির এসআই সেলিম রেজা ও নেছার উদ্দিন আটক করেন। এরপর সকালে ফাঁড়ি থেকে খবর আসে লেবু মিয়া ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পরিবারের অভিযোগ, তাকে নির্যাতন করে হত্যার পর পুলিশ আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এ ঘটনার প্রতিবাদ ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিচারের দাবিতে আজ দুপুরে এলাকাবাসী বাঁশতৈল বাজারের সখিপুর-গোড়াই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাখাওয়াত হোসেন দাবি করেন, ‘এক নারীর মৃত্যুর ঘটনায় তার ভাই বাদী হয়ে সাবেক স্বামী মফিজুর রহমান ও একই এলাকার লেবু মিয়ার বিরুদ্ধে মামলা করেন। এই ঘটনায় তাদের দুজনকে আটক করা হয়। পরে লেবু হাজতখানায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ফাঁড়িতে কোনও ধরনের নির্যাতনের ঘটনা ঘটেনি। এসআই সেলিম ও নেছার উদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।’

ফাঁসি দিয়ে থাকলে ফাঁড়ির হাজতে রশি এলো কোথায় থেকে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্ভবত রশিটি তার সঙ্গেই ছিল।’