শ্রীনগরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মুন্সীগঞ্জের শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু  হয়েছে।

শনিবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার লস্করপুর নতুন রাস্তা বাস স্ট্যান্ড এলাকায় শরিফ ঢালী (২৩)  নামে ওই যুবক নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসাড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য হারুন অর রশিদের চাতালের মজুর শরিফ শেখ (৫৫) কাজের ফাঁকে ঢালীবাড়ি এলাকায় ঝালমুড়ি বিক্রি করেন। ওই এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. মহিউদ্দিনের ছেলে জান্নাত প্রায়ই তার কাছ থেকে ঝালমুড়ি খেয়ে টাকা না দিয়ে চলে যেত। শনিবার বিকালে ঝালমুড়ি খেয়ে চলে যাওয়ার সময় জান্নাতের কাছে টাকা চাইলে সে বিক্রেতাকে মারধর করে।

একইদিন রাতে ইউপি সদস্য হারুন অর রশিদ জান্নাতের কাছে বিষয়টি জানতে আসলে ক্ষিপ্ত হয়ে তার উপর ছুড়িসহ আক্রমণ করতে আসে। এসময় হারুন অর রশিদ সরে গেলে পাশে দাঁড়িয়ে থাকা দিনমজুর শরিফ ঢালীর বুকে ছুরিটি বিদ্ধ হয়।

স্থানীয়রা শরিফ ঢালীকে রক্তাক্ত অবস্থায় দ্রুত স্থানীয় হেনা আহমেদ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শরিফ ঢালী ওই এলাকার তৈয়ব ঢালীর পুত্র।

ইউপি সদস্য হারুনুর অর রশিদ জানান, ঘটনাটি জানতে জিজ্ঞেস করা হলে জান্নাত একটি ধারালো চাকু নিয়ে মারতে আসে। এক পর্যায়ে শরিফ ঢালীর বুকে ছুরি বিদ্ধ করে সে পালিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে একটি হাসপাতালে নিলে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এখন পুলিশ নিয়ে জান্নাতের বাড়িতে অবস্থান করছি। তার বাড়িতে বাবা-মাসহ পরিবারের সকল সদস্য তালা লাগিয়ে পালিয়ে গেছে। তার বাবা পাকিস্তান আমলে সেনা সদস্য ছিল।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান বলেন, হেনা আহমেদ হসপিটাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।