ওসিকে কুপিয়ে মোবাইলফোন-টাকা নিলো দুর্বৃত্তরা   

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলমগীর হোসেন নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১ অক্টোবর) দিবাগত রাতে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। 

রবিবার (২ অক্টোবর) সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন চট্টগ্রাম জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন ও তার গাড়িচালক মো. ইয়াছিন বাদশা। 

পুলিশ জানায়, হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়িচালক মো. ইয়াছিন বাদশা প্রাইভেটকারে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে টোল আদায়ের সময় মেঘনা টোল প্লাজায় যানজটে পড়েন তারা। এ সময় ওসিকে বহনকারী প্রাইভেটকারের চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ওসি আলমগীরকে গাড়ি থেকে বের করে নেওয়া হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তার হাতসহ বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। 

এ সময় ওসির থেকে নগদ ১০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি হন তিনি। 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ আরও বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এতে পুলিশ কর্মকর্তার হাতে কোপ লেগেছিল, পরে অস্ত্রোপচার হয়েছে। তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ডাকাত দল। পরে শনিবার ওই পুলিশ কর্মকর্তা তার এক প্রতিনিধি পাঠিয়ে থানায় মামলা করেছেন। মামলার বাদী করা হয়েছেন ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।