হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মিজান সিকদার মিশর হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবকের নাম মিঠু। তিনি বন্দরের কাইতাখালি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—নোয়াদ্দা এলাকার মঞ্জুর হকের ছেলে মুন্না ও বংগার মিয়ার ছেলে শয়ন।

নারায়ণগঞ্জ আদালতের কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান জানান, মিজান সিকদার মিশর হত্যার ঘটনায় ১২ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে মিঠুকে মৃত্যুদণ্ড এবং মুন্না ও শয়নকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, পাওনা ৫০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে মিজান সিকদারের সঙ্গে মিঠুর বাগবিতণ্ডা হয়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। ২০১৯ সালে ২৩ জুলাই রাতে মশার মরার কয়েল কিনতে দোকানে গেলে মিঠু ও তার সহযোগীরা মিলে মিজানকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর দিন নিহতের ভাই সানি বাদী হয়ে মিঠুকে প্রধান আসামি করে মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়।