‘একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের উন্নয়নকে আরও এগিয়ে নেবে’

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, ‌‘উন্নয়ন ও অগ্রযাত্রার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এই উন্নয়ন-অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে।’

সোমবার (০৩ অক্টোবর) বিকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চমৎকার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। প্রতি বছর ৩ বিলিয়ন পাউন্ডের জিনিসপত্রের ব্যবসা হয় উভয় দেশের মধ্যে। এর মধ্যে তৈরি পোশাক খাতের একটি বড় অংশ আমাদের দেশে যায় সাভার থেকে। যুক্তরাজ্যে তৈরি অনেক জিনিস বাংলাদেশেও পাঠানো হয়। ফলে বলা যায়, আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। সেটি দিনদিন আরও বৃদ্ধি পাবে।’

এর আগে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ব্রিটিশ হাইকমিশনার। এ সময় উপস্থিত ছিলেন তার সঙ্গী চার্লস মাউন্ডার ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।