হাসপাতাল থেকে মোবাইল চুরি, আনসার-পরিচ্ছন্নতাকর্মীদের মারামারি

মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনসার ও পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মারামারির ঘটনা ঘটেছে। এতে এক আনসার সদস্য ও তিন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। বুধবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকালে মোবাইল চুরি নিয়ে এক আনসার সদস্যের সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীর কথা কাটাকাটি হয়। এ ঘটনার সূত্র ধরে দুপুরে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আনসার সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে চার জন আহত হন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ‘সকালে হাসপাতালের এক পরিচ্ছন্নতাকর্মীর মোবাইল হারিয়ে যায়। তিনি মূল ফটকে দায়িত্বে থাকা আনসার সদস্যকে হাসপাতালের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করেন। এ নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিচ্ছন্নতাকর্মী তার কলোনিতে খবর দেন। অপরদিকে, ঘটনা শুনে আনসার ক্যাম্প থেকেও সদস্যরা ছুটে আসেন। দুপুরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে চার জন আহত হন।’