উঠানে গাছ লাগানো নিয়ে বিরোধে প্রাণ গেলো নারীর

মাদারীপুরের শিবচর উপজেলায় উঠানে গাছ লাগানো নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আলেয়া বেগম (৪৫) নামে এক নারী নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। 

রবিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার উমেদপুর ইউনিয়নের কদমতলী এলাকায় এই ঘটনা ঘটে। আলেয়া বেগম ওই এলাকার মৃত শফি হাওলাদারের স্ত্রী। 

আটকৃতরা হলেন-একই এলাকার মৃত আবুল হাশেম ভক্তের ছেলে আশরাফ ভক্ত (৫৫) এবং  উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাচিকাটা গ্রামের বারেক সরদারের ছেলে লিটন সরদার (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানায় গাছের চারা লাগানো নিয়ে হায়দার হাওলাদারের সঙ্গে প্রতিবেশী জব্বার হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে আজ সকালে জব্বারের সঙ্গে হায়দারের মা আলেয়ার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে জব্বারের লোকজন নিয়ে এসে আলেয়ার ওপর হামলা চালান এবং ঘরবাড়ি ভাঙচুর করেন। এতে আলেয়া মাথায় আঘাত পান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। 

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির সেরনিয়াবাত জানান, আটক দুই জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ঘটনায় শিবচর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।