জেলা পরিষদ নির্বাচনে ভোট দিলেন মেয়র আইভী 

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় শহরের কালেক্টরেট প্রিপারেটরি স্কুল কেন্দ্রে ভোট দেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। 

প্রিসাইডিং অফিসার ও জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নাজমুন্নাহার খানম বাংলা ট্রিবিউনকে জানান, এই কেন্দ্রে মোট ৩৭ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে ৩৩টি ভোট পড়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনাসহ ১০ জন নারী ভোটার ভোট দিয়েছেন। এছাড়া ২৭ জন পুরুষ ভোটারের মধ্যে ২৩ জন ভোট দিয়েছেন।

উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় গত ১ সেপ্টেম্বর। একটি চেয়ারম্যান, পাঁচটি সাধারণ সদস্য ও দুটি সংরক্ষিত নারী সদস্যসহ মোট আটটি পদ নিয়ে জেলা পরিষদ গঠিত। নির্বাচনে ইতোমধ্যে চেয়ারম্যান ও দুটি সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে তিন জন। বাকি যে পাঁচটি পদ রয়েছে, সেখানে লড়াই করছেন ১৯ জন প্রার্থী। এর বিপরীতে ভোট দেবেন ৬১০ জন ভোটার। 

সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা জেলা পরিষদ নির্বাচনের ভোটার। নারায়ণগঞ্জের পাঁচটি ভোটকেন্দ্রে ১০টি বুথ স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে।