রিকশাচালককে পিটিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে সেলিম তালুকদার (৪২) নামের এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২১ অক্টোবর) বিকাল ৩টার দিকে কুল্লা ইউনিয়নের বোরাখুই এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সেলিম ওই এলাকার কাদের তালুকদারের ছেলে। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আহতরা হলেন- সেলিম ও শাহিন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, ধামরাইয় এলাকার রিকশাচালক সেলিমের সঙ্গে দীর্ঘদিন প্রতিবেশী সাত্তার নামের এক ব্যক্তির সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে সেলিম সেই জমিতে গেলে সাত্তারের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সাত্তারের ছেলে জাহিদ, দিন ইসলাম ও লিটন সেখানে পৌঁছে ওই রিকশাচালককে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে চালকের পরিবারের দুই সদস্য ঘটনাস্থলে গেলে তাদেরকেও মারধর করে। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার পরিদর্শক নির্মল কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় একটি মামলা করা হবে।