৯০ টাকার চিনি ১০৫, জরিমানা ১৫ হাজার

ফরিদপুর শহরের বিভিন্ন চিনির দোকান ও সুপারশপে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়। এ সময় বেশি দামে চিনি বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২২ অক্টোবর) অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে শহরের চকবাজার ও ঝিলটুলীতে চিনির পাইকারি এবং খুচরা দোকানে অভিযান চালানো হয়। অভিযানে ৯০ টাকা কেজির চিনি ১০৫ টাকা বিক্রি, ক্রয় রশিদ সংরক্ষণ না করায় চকবাজারের মেসার্স মা স্টোরকে পাঁচ হাজার এবং ঝিলটুলীর একটি সুপারশপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের গোডাউনে চিনির মজুত ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ‘সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী খোলা চিনির কেজি ৯০ এবং প্যাকেট চিনি ৯৫ টাকা। কিন্তু ব্যবসায়ীরা খোলা চিনি ১০৫ এবং প্যাকেট চিনি ১১০ টাকায় বিক্রি করছেন। এজন্য দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান, সিভিল সার্জন অফিস ও জেলা পুলিশের একটি দল এবং চকবাজার বণিক সমিতির নেতৃবৃন্দ অভিযানে সার্বিক সহযোগিতা করেছেন।