সিত্রাংয়ের প্রভাবে ভেঙে পড়লো ঘর, চাপা পড়ে শিশুর মৃত্যু

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে হওয়া ঝড়ে গাজীপুরের কাপাসিয়ায় ঘর ভেঙে পড়ে এক শিশুর মৃত্যু ও তার বড় ভাই আহত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার কড়িহাতা ইউনিয়নের ইকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার সকাল ৯টায় কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গোলাম মোর্শেদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মারা যাওয়া শিশুর নাম আনিসুর রহমান (৯)। আহত হয়েছে তার ভাই শারীরিক প্রতিবন্ধী আহত আল-আমিন (১১)। তারা কাপাসিয়ার ইকুরিয়া গ্রামের বেলায়েত হোসেন মোল্লার ছেলে। আহত আল-আমিনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম জানান, সোমবার সন্ধ্যার পর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডব শুরু হলে ইকুরিয়া গ্রামের মনসুরের মাটির ঘর ভেঙে যায়। পাশের বেলায়েত মোল্লার টিনের ঘরও গিয়ে ওই ঘরের ওপর। ঘর ধসে পড়ার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন ঘরের টিনের চাল ও মাটি সরিয়ে আনিসুর রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার ভাইও গুরুতর আহত হয়। এতে তার মা-বাবাও আহত হলেও সেটি গুরুতর নয়।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গোলাম মোর্শেদ খান বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে তাদের ঘর তৈরি ও অন্যান্য সরকারি সহযোগিতা করা হবে।