কিশোরীকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কিশোরীকে (১৬) ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় নবী হোসেন নামে এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় দেন।

এ সময় আসামি আদালতে অনুপস্থিত ছিল। নবী হোসেন আড়াইহাজার উপজেলার বাসিন্দা। সে সোনারগাঁয়ের সাদিপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করতো।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ জানান, ২০১০ সালের ১ জানুয়ারি সোনারগাঁয়ের ১৬ বছরের এক কিশোরীকে নবী হোসেন ধর্ষণ করে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। পরে আসামির রুমাল ও মোবাইল দেখে পুলিশ তাকে গ্রেফতার করে। আসামি হত্যার দায় স্বীকার করে আদালতের জবানবন্দি দিয়েছিল। এই মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একমাত্র আসামি নবী হোসেন জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের পর হত্যা করে নবী হোসেন। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা করেন।