‘ভয় দেখিয়ে লাভ নেই, আবারও ক্ষমতায় আসবেন শেখ হাসিনা’

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ। যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিতে সবসময় প্রস্তুত আওয়ামী লীগ। রাজপথে থেকেই আওয়ামী লীগ সব ষড়যন্ত্রের জবাব দেবে।’

তিনি বলেন, ‘আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। জনগণের রায় ছাড়া কোনও প্রভু এসে ক্ষমতায় বসিয়ে দেবে না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের শক্তি জনগণ। জনগণের রায়ে আবারও ক্ষমতায় আসবেন শেখ হাসিনা।’

শনিবার (২৯ অক্টোবর) সকালে শরীয়তপুরের সখিপুরের চরভাগায় নড়িয়া উপজেলা ও সখিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। দীর্ঘ আন্দোলন, লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ আজকের অবস্থানে এসেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ সরকারের কারও কাছে ধরনা দেওয়ার প্রয়োজন হয় না। আওয়ামী লীগ জানে, রাজনীতি করতে হলে জনগণের ভালোবাসা ও সমর্থন প্রয়োজন। ষড়যন্ত্রের রাজনীতি করতে করতে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’

এনামুল হক শামীম বলেন, ‘বিএনপির রাজনীতিতে বিদেশ নির্ভরতা দেশবাসী দেখেছে। তাদের নেতা তারেক রহমান দেশ থেকে টাকা পাচার করে বিদেশে আয়েশি জীবন-যাপন করছে। জনগণকে বিভ্রান্ত করে ফায়দা লুটার চেষ্টা করছে বিএনপি। রাজপথে আন্দোলন করা আর এসিরুমে বসে আন্দোলনের বক্তব্য দেওয়া এক কথা নয়। বিএনপি তাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য সারা দেশে একটা মিছিল করতে পারেনি, অথচ এখন তারা আন্দোলনের হুংকার দেয়। ক্ষমতায় আসতে হলে জনগণের কাছে যেতে হয়, তাদের জন্য কাজ করতে হয়। বাঙালির সব অর্জনে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ। বঙ্গবন্ধু তিলে তিলে আওয়ামী লীগকে গড়েছেন। তারই নেতৃত্বে দেশের স্বাধীনতা এনে দিয়েছে আওয়ামী লীগ।’

স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মনির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সখিপুর থানার সভাপতি হুমায়ুন কবির মোল্যা, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ জুয়েল, জাতীয় পরিষদ সদস্য শামীম আহমেদ ও অ্যাডভোকেট দিপংকর গাইন টিটু। এ সময় নড়িয়া ও সখিপুরের স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।