যুদ্ধের কারণে খাদ্য ও ডলার সংকট: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে খাদ্যের সংকট দেখা দিয়েছে। খাদ্যের জোগান বন্ধ হয়ে গেছে, ডলার সংকট দেখা দিয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছেন, যার একখণ্ড জমি আছে সেখানে চাষাবাদ করেন। যাতে কোনও ধরনের ঝুঁকিতে আমাদের পড়তে না হয়। অথচ বিএনপি ও জাতীয় পার্টি এই সুযোগ কাজে লাগিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে।’

শনিবার (০৫ নভেম্বর) দুপুর ২টার দিকে মাদারীপুরের শিবচরের দ্বিতীয়খন্ড ইউনিয়নে নূর-ই-আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, ‘বিরোধী দল সরকারের সমালোচনা করবে এটা স্বাভাবিক। আবার দেশের স্বার্থে সরকারের পাশে থেকে মানুষের সেবা করবে এটা প্রকৃত বিরোধী দলের ভূমিকা হওয়া উচিত ছিল। কিন্তু আমার কি দেখছি? যখন দেশে করোনা মহামারি ও বন্যাসহ নানা সংকট দেখা দেয় তখন বিএনপি ও জাতীয় পার্টিকে খুঁজে পাওয়া যায় না। বিএনপি ও জাতীয় পার্টিকে দেখা যায় নির্বাচন এলেই। তখন সরকারের বিরুদ্ধে মাঠে নামে তারা।’

তিনি আরও বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারতসহ উন্নত দেশগুলোতে গেলে দেখবেন দেশের সংকটে বিরোধী দলগুলো সরকারের পাশে থেকে সংকট মোকাবিলা করছে। কিন্তু আমাদের দেশে তার নজির নেই।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার মাসুদ আলম, উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান মোল্লা ও সাধারণ সম্পাদক মো. সেলিম প্রমুখ।