কালিয়াকৈরের সড়কে প্রাণ গেলো ২ ভাইয়ের 

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ভাই প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে কালিয়াকৈর-নবীনগর সড়কের চন্দ্রায় এ দুর্ঘটনা ঘটে। সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) চাঁন মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

দুর্ঘটনায় প্রাণ হারানো দুই জন কালিয়াকৈর উপজেলার হরিনহাটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আল আমিন (৩২) ও তার ছোট ভাই অনিক হোসেন (২৮)।

সালনা হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান বলেন, প্রায় ৫-৬ মাস আগে বড়ভাই আল আমিন সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। দেশে ফিরেই একটি মোটরসাইকেল কেনেন। বিকালে ওই মোটরসাইকেল করে দুই ভাই ঘুরতে বের হন। কালিয়াকৈর-নবীনগর সড়কের চন্দ্রা এলাকায় ওয়ালটন কারখানার সামনে পৌঁছালে একটি কাভার্ডভ্যান ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। ওই সময় তাদের মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের এসে ধাক্কা দেয়। এতে আরোহী দুই ভাই ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই বড়ভাই আল আমিন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে ছোটভাই অনিকের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুই ভাইয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটাকবলিত মোটরসাইকেল উদ্ধার করলেও কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে কাভার্ডভ্যান শনাক্তের  চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।