যেখানেই যাবেন একই কথা, শেখ হাসিনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কখনও বন্ধুকের নল বা পেশিশক্তি দেখিয়ে ক্ষমতায় আসেনি। জনগণের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাস আছে। চর কুকরিমুকরি থেকে তেঁতুলিয়া যেখানেই যাবেন সেখানেই একই কথা, একই ধ্বনি, শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। তার বিকল্প আর কেউ নেই।’

বুধবার (৯ নভেম্বর) দুপুরে মাদারীপুর পৌর শহরের স্বাধীনতা অঙ্গনে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি অপারেশন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শুনেছি, তারা (বিএনপি) নাকি সমাবেশে বসে থেকেই সরকার গঠন করবে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন গণতন্ত্রে। বিএনপি ঢাকায় ২০ লাখ লোক নিয়ে সমাবেশ করার কথা বলেছে। তারা লোক নিয়ে গিয়ে বসে থাকুক, আমাদের অসুবিধা নেই। কিন্তু সমাবেশের নামে তারা যদি জনগণের জানমাল ও রাস্তাঘাট বন্ধ করে, তাহলে প্রশাসন তাদের প্রতিহত করবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আবারও ভোটের জন্য তৈরি হচ্ছে। আবারও দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনে আমাদের উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণ করবে। এটা সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে।’

বেলা রাইসু ফাউন্ডেশন কেনিয়া, আছমত আলী খান ফাউন্ডেশন ও শেলটেক গ্রুপের আয়োজনে আছমত আলী খান ফাউন্ডেশনের সভাপতি সৈয়দা রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রমুখ।