ফরিদপুরে বাস ধর্মঘট

‘বাড়িতে স্ত্রী অসুস্থ, কীভাবে যাবো ভেবে পাচ্ছি না’

মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে ফরিদপুরে শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত ৩৮ ঘণ্টার বাস ধর্মঘট শুরু হয়েছে। জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এই ধর্মঘট চলছে। ফরিদপুরে সকাল থেকে কোনও বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, শনিবার ফরিদপুর শহরের উপকণ্ঠে কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে দলের বিভাগীয় গণসমাবেশ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নেতাকর্মীদের যাতায়াত বিঘ্ন করতে বাস ধর্মঘটের ডাক দিয়েছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

রাজশাহীগামী যাত্রী আসমা বেগম বলেন, ‌‘আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলাম। বাড়িতে ফিরে যাবো বলে বাসস্ট্যান্ডে এসে দেখি বাস চলছে না। এখন বাড়ি ফিরবো কীভাবে জানি না।’

আরও পড়ুন: সমাবেশস্থলে বাড়ছে ভিড়, পুলিশের হয়রানির অভিযোগ বিএনপির 

রংপুরগামী দিনমজুর রাশেদ শেখ বলেন, ‘ফরিদপুরে কাজে এসেছিলাম। সকালে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসস্ট্যান্ডে এসে দেখি, বাস বন্ধ। বাড়িতে স্ত্রী অসুস্থ খবর পেয়ে যাচ্ছিলাম, এখন কী করবো ভেবে পাচ্ছি না।’

বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে রাশেদ হাসানের এক আত্মীয় চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে এসেছিলেন তিনি। আজ সকালে বাড়ি ফেরার জন্য টার্মিনালে এসে দেখেন বাস বন্ধ। রাশেদ বলেন, ‘আত্মীয়ের অপারেশন হয়েছে গতকাল রাতে। তাই দেখতে এসেছিলাম। এখন বাস বন্ধ। বাড়িতে যাবো কীভাবে বুঝতে পারছি না।’

ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার আশফাক হোসেন বলেন, ‘সকাল থেকে সব গাড়ি চলাচল বন্ধ রয়েছে। অগ্রিম টিকিট বিক্রি করছি। কিছু সময় পর কাউন্টার বন্ধ করে দেবো।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া বলেন, ‘এই সরকার যে বাধা সৃষ্টি করছে, তা জনগণ মেনে নেবে না। মানুষের ঢল নামবে সমাবেশে। ফরিদপুরের সমাবেশ সফলভাবে সম্পন্ন হবে। এই সরকারকে আমরা উচ্ছেদ করবোই।’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘সমাবেশ আয়োজনের জন্য জন্য রাজেন্দ্র কলেজের মাঠ চেয়ে চিঠি দিলেও অনেক টালবাহানা করে আব্দুল আজিজ ইনস্টিটিটিউট মাঠে অনুমতি দেওয়া হয়েছে। সেখানে নাকি আরেকটি দলের অঙ্গ সংগঠন দরখাস্ত করেছে। অথচ আমরা অনেক আগেই সেই স্থানটি চেয়ে চিঠি দিয়েছিলাম।’

বাস ধর্মঘটের ডাক দিয়েছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ

তিনি আরও বলেন, ‘বাস-মিনিবাস মালিক সমিতি শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধা ৬টা পর্যন্ত ধর্মঘট ডেকেছে। সমিতির নাম ব্যবহার করছে, তবে পেছন থেকে সুতা টানছে সরকার। তারা বহু চেষ্টা করছে গণসমাবেশ বাধাগ্রস্ত করতে। কোনও বাধা ফরিদপুরের এই গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে পারবে না।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ব্যারিস্টার ওমর ফারুক বলেন, ‘ইতোমধ্যে আমরা যে সমাবেশগুলো করেছি, তার চেয়ে ফরিদপুরের সমাবেশে আরও বেশি লোকসমাগম হবে। আওয়ামী লীগ যত ষড়যন্ত্রই করুক না কেন আমাদের থামিয়ে রাখতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের দুই-একদিন না খেয়ে থাকারও অভ্যাস আছে। তাই বাধাগ্রস্ত করে আমাদের সমাবেশকে থামিয়ে রাখা যাবে না।’

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিচুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে মহাসড়কে থ্রি হুইলার, মাহেন্দ্র বন্ধের দাবিতে আন্দোলন করে আসছি। এর আগেও আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হচ্ছে।’