মাদারীপুর থেকে ফরিদপুরে যাচ্ছে না বাস

মাদারীপুর-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকে মাদারীপুর থেকে কোনও বাস ফরিদপুরে যাচ্ছে না। তবে রাজধানীসহ অন্য জেলার সঙ্গে মাদারীপুরের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। 

পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ফরিদপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ১১ ও ১২ নভেম্বর ধর্মঘট ডেকেছে। সেজন্য মাদারীপুর থেকে কোনও বাস ফরিদপুরে প্রবেশ করতে দিচ্ছে না। তাই মাদারীপুর থেকে ফরিদপুরের উদেশ্যে কোনও বাস ছেড়েও যাচ্ছে না।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরে মাইকিং করা হয়। সেখানে বলা হয়, ‘মহাসড়কে সকল প্রকার অবৈধ থ্রি হুইলার (নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও ভাড়ায়চালিত মোটরসাইকেল) চলাচল বন্ধের দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত ফরিদপুরে বাস ও মিনিবাস বন্ধ থাকবে।

এদিকে বাস বন্ধ থাকায় অনেকে জরুরি প্রয়োজনে মাদারীপুর থেকে ভেঙে ভেঙে ফরিদপুরে যাচ্ছেন। এতে বাড়তি টাকা গুণতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

মাদারীপুর বাসস্ট্যান্ডে ফরিদপুর যাওয়ার জন্য আসা আবদুর রহমান বলেন, ‌‌‘জরুরি কাজে ফরিদপুর যেতে হবে তাই এখানে এসেছিলাম। এসে শুনি বাস বন্ধ। তাই যে গাড়ি পাচ্ছি ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছি।’

ফরিদপুর যাওয়ার জন্য মাদারীপুর বাসস্ট্যান্ডে আসা রওসন ঘরামী নামে এক যাত্রী বলেন, ‘ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আমার এক অসুস্থ আত্মীয়কে দেখতে যেতে হবে। কিন্তু বাস বন্ধ। তাই ভেঙে ভেঙে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার জানান, শুক্র ও শনিবার মাদারীপুর থেকে ফরিদপুরগামী বাস চলাচল বন্ধ থাকবে। তবে অন্য জেলায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

মাদারীপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. মাহবুর হাওলাদার বলেন, ‘মাদারীপুর থেকে ফরিদপুর রুটে সব বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অন্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।’