রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার গুলিস্তান পর্যন্ত ঈদ স্পেশাল বিআরটিসি (এসি) বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ জুন) সকালে শ্রীপুর বাসস্ট্যান্ডে এ বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও ফিতা কেটে বাস সার্ভিসের উদ্বোধন করেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার কামরুল ইসলাম বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা বলেন, ‘রাজবাড়ীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে গুলিস্তান পর্যন্ত বিআরটিসির বাস সার্ভিস চালু হওয়া। আমরা রাজবাড়ীবাসীর সেই আকাঙ্ক্ষা পূরণ করতে যাচ্ছি। বিআরটিসির প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান।’
তিনি বলেন, ‘আমরা রাজবাড়ীতে বিআরটিসির একটি ডিপো স্থাপন করবো। এ ব্যাপারে রাজবাড়ী জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। তিনি ডিপোর জন্য জায়গার ব্যবস্থা করে দিলে বিআরটিসির ডিপোর কাজ শুরু করা যাবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপপরিচালক (স্থানীয় সরকার) মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মেসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, রাজবাড়ীর নতুন বাজার (মুরগির ফার্ম) থেকে নিয়মিত সকাল সাড়ে ৬টার দিকে ছেড়ে বিআরটিসি বাস (এসি) পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকার গুলিস্তান পর্যন্ত চলাচল করবে।