দুর্ঘটনায় প্রাণ গেলো বাবার, ছেলে হাসপাতালে

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবার মৃত্যু হয়েছে, আহত ছেলে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় দোষী চালককে আটক ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। শুক্রবার (১১ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনাবাজারের শিশুতোষ বিদ্যাঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

দুর্ঘটনায় পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার জয়গঞ্জ গ্রামের মফিজুল হকের ছেলে মোখলেছুর রহমান (৪৪) প্রাণ হারান। আহত হয় তার ছেলে ফয়সাল আহমেদ (১২)। মোখলেছুর রহমান স্থানীয় নাসির গ্লাস কারখানার কর্মী। আটক চালক টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংগুড়িয়া গ্রামের চান মিয়ার ছেলে।

মাওনা হাইওয়ে ওসি কংকন কুমার বিশ্বাস বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনাবাজারের শিশুতোষ বিদ্যাঘরের সামনে একটি ট্রাক ইউটার্ন নিচ্ছিল। এ সময় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে সড়কে পড়ে যান চালক মোখলেছুর রহমান ও তার ছেলে ফয়সাল আহমেদ। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আঘাতপ্রাপ্ত মোখলেছুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কোনও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।