দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো দুই চালকের

ফরিদপুরের সদরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে সদরপুর-চরভদ্রাসন সড়কের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের মনিকোঠা বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- তামিম (১৬) ও রিমন (১৮)। তামিম সারেং ডাঙ্গী গ্রামের ইউনুস মোল্লার ছেলে। রিমন হানিফের ডাঙ্গী গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে। উভয়েরই বাড়ি সদরপুর উপজেলায়। এছাড়া দুর্ঘটনায় আহত হয় হীরা (১৯) নামের এক যুবক। তাকে বর্তমানে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, উপজেলার আকোটেরচর ইউনিয়নের মনিকোঠা বাজার সংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে চালক তামিম ও রিমন গুরুতর আহত হন। স্থানীয়রা তামিমকে দ্রুত উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি জানান, আরেক গুরুতর আহত রিমনকে স্থানীয়রা উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া মোটরসাইকেলে থাকা আরেক আহত আরোহী বর্তমানে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।