নিখোঁজের ২ দিন পর মিললো গৃহবধূর লাশ

মাদারীপুর সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক গৃহবধুর (২৪) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৯টায় উত্তর দুধখালী এলাকার নদীর পাড়ের বাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

ভুক্তভোগীর বাড়ি সদর উপজেলার দুধখালী ইউনিয়নে। তার স্বামী সৌদি আরবে থাকেন। তাদের দুটি শিশু সন্তান রয়েছে। স্বজনদের দাবি, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। 

পুলিশ ও স্বজনরা জানান, গত বুধবার বিকালে বাবার বাড়ি উত্তর দুধখালী থেকে একই গ্রামে দাদির বাড়ির উদ্দেশ্যে বের হন তিনি। দাদির সঙ্গে দেখা করে আর বাড়ি ফেরেননি। পরে কোনও খোঁজ না পেয়ে চারদিকে খোঁজখুঁজি শুরু করেন স্বজনরা। শুক্রবার বিকালে স্থানীয় এক নারী নদীর পাড়ের বাগানে কাঠ কুড়াতে যান। এ সময় গলায় দড়ি পেঁচানো অবস্থায় গাছের ডালসহ মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ভুক্তভোগীর খালাতো বোন বলেন, ‘আমার আপুকে ধর্ষণ শেষে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সে আত্মহত্যা করার মানুষ না। দুটি ছোট সন্তান  রয়েছে। আমর এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।