হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের তিন তলা থেকে লাফিয়ে পড়া মনোয়ার হোসেন (৪০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি জেলার হালুয়াঘাট উপজেলার উয়াপাড়া এলাকার মো. শরিফ মিয়ার ছেলে।

শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডের সামনের বারান্দার তিন তলা থেকে লাফিয়ে পড়ে মারা যান তিনি।

হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার ওয়ায়েজ উদ্দিন ফরাজি বিষয়টি নিশ্চিত করে বলেন, মনোয়ার হোসেন ক্যানসারসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তার চিকিৎসা চলছিল। তবে কী কারণে তিনি লাফিয়ে পড়ে মারা গেছেন বিষয়টি এখনো জানা যায়নি। এই ঘটনায় হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলামকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে মৃত্যুর মূল কারণ।

হাসপাতাল সূত্র জানায়, গত মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডের সার্জারি ইউনিট-২ ভর্তি হন তিনি। পরদিন ১৪ নম্বর ওয়ার্ডের মেডিসিন ইউনিট-৫ এ স্থানান্তর করা হয়। 

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।