X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৪, ১১:৪৪আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১১:৪৪

‘মা-বাবা আমাকে মাফ করে দিয়ো। আমি তোমাদের সঙ্গে থাকতে পারলাম না। আমার জান (স্ত্রী) আমার জন্য ফাঁসিতে ঝুলছে। তাই আমি থাকতে পারলাম না। আমি কাউকে দোষ দিই না। কারও কোনও দোষ নেই। আমার জান আমার জন্য অপেক্ষা করছে। সবাই ভালো থাকবে। আমার পাশে রোকেয়ার কবর দিয়ো মা। আমি জানি না আমার জান কেন ফাঁসি দিলো। তার জন্য সম্পূর্ণ আমি দায়ী। এতে কারও কোনও দোষ নেই।’ মৃত্যুর আগে এভাবেই সুইসাইড নোট লিখে যায় নিহত ইস্রাফিল।

শেরপুর জেলার ঝিনাইগাতি থানার হলদি গ্রামের মফিজুল হকের ছেলে ইস্রাফিল (১৭)। তার স্ত্রী রোকেয়া খাতুন (১৫) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পস্তারি গ্রামের আবুল কাশেমের মেয়ে।

শুক্রবার (২৬ এপ্রিল) গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড (মাওনা চৌরাস্তা) ফারুক হোসেনের বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে ফাঁসিতে ঝোলানো স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় টেবিলের ওপর থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়।

নিহত রোকেয়ার ভাই আবু রায়হান বলেন, ‘গত প্রায় ৮ মাস মাস আগে ইস্রাফিল ও রোকেয়া একে অপরকে ভালোবেসে বিয়ে করে। তারা শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ফারুক হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় বিভিন্ন পোশাক কারখানায় সাব কন্ট্রাক্ট অপারেটর হিসেবে কাজ করতো। প্রায় মাস তিনেক আগে ইস্রাফিল তার মা-বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে গিয়ে মুলাইদ এলাকায় স্ত্রীকে নিয়ে বাসা ভাড়া করে বসবাস করা শুরু করে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) তাদের বুঝিয়ে বাসায় আনা হয়েছিল। সকালে তারা ফাঁসিত ঝুলে আত্মহত্যা করে। তাদের সম্পর্ক ভালো ছিল। তবে কী কারণে এবং কেন তারা আত্মহত্যা করেছে তা বলতে পারছি না।’

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেন জানান, খবর পেয়ে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী রোকেয়া আত্মহত্যা করার পর তার শোকে স্বামী ইস্রাফিল আত্মহত্যা করেছে। সুইসাইড নোট সংগ্রহ করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ
স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার একদিন পর নারীর মরদেহ উদ্ধার
‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে বিষপানে কিশোরীর আত্মহত্যা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে